ঢাকাশনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

নাটোরে ঈদে মিলাদুন্নবী পালন

জাগো বুলেটিন
অক্টোবর ৯, ২০২২ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

জেলায় আজ যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে আলোচনা, দোয়া মাহফিল, শিশুদের জন্যে প্রতিযোগিতা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
সকালে নাটোর ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে ‘বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশরাফুল ইসলাম। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আবুল কাশেম সভায় সভাপতিত্ব করেন।
শিশু একাডেমি নাটোর জেলা কার্যালয় এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।
ইসলামিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে শিশুদের জন্যে হামদ, নাত, ক্বেরাত, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিশু একাডেমি ও হামদ, নাত প্রতিযোগিতার আয়োজন করে। সকল মসজিদে এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আহলে সুন্নাতওয়াল জামায়াত শহরের বড়হরিশপুর চেরাগে চিশতিয়া মাদ্রাসা প্রাঙ্গনে আলোচনা সভা শেষে শহরে বিশাল শোভাযাত্রা বের করে। আলোচনা সভা ও শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com