জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেণ্টের ফাইনাল আজ সোমবার বিকেল নীলফামারী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়েছে।
বালক বিভাগের ফাইনালে সদর উপজেলার পূর্ব পঞ্চপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-১ গোলে ডিমলা উপজেলার ঝুনাগাছা চাঁপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে।
বালিকা বিভাগের ফাইনালে সদর উপজেলার কিত্তনীয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬-০ গোলে ডোমার উপজেলার দক্ষিণ আমবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নবেজ উদ্দিন সরকার। বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মির্জা মুরাদ হাসান বেগ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.এনামুল হক সরকার, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা আতাউল গনি ওসমানি ও মোতাহার হোসেন।
জেলা পর্যায়ের ওই প্রতিযোগিতায় ৬ উপজেলার ১২টি দল অংশ গ্রহণ করেছিল।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com