সিরাজগঞ্জ জেলা পরিষদের ৭টি ওয়ার্ডের সদস্য ও ৩টি সংরক্ষিত নারী সদস্য পদে ভোটগ্রহন শুরু হয়েছে। ইলেকট্রোনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিচ্ছেন ১১৯১ জন ভোটার।
সোমবার সকাল নয়টা থেকে শুরু হওয়া ভোটগ্রহন চলবে দুপুর দুইটা পর্যন্ত
জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, সারাদেশের সাথে সিরাজগঞ্জের নয়টি ভোটকেন্দ্রে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহন করা হচ্ছে। ৯টি কেন্দ্রের ১৮টি বুথে ভোটাধিকারপ্রয়োগ করবেন ১১৯১ জন ভোটার। এই নির্বাচনে সাধারন সদস্য পদে ৩৮ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান ও দুজন সদস্য প্রার্থী। ভোটগ্রহন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com