জেলার তজুমদ্দিন উপজেলায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ৪টি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার’র নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার রাতে পৃথক পৃথক অনুষ্ঠানে অত্যাধুনিক এসব ভবন উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এগুলো হলো উপজেলার ফুলকড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোরালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ‘বহুমুখী দুর্যোগ আশ্রয় প্রকল্প’র মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এসব কার্যক্রম বাস্তবায়ন করেছে। এতে অর্থায়ন করেছে বিশ্ব ব্যাংক।
১০ হাজার ৫০০ স্কয়ার ফিট জমির উপর তিন তলা বিশিষ্ট প্রতিটি স্কুল কাম সাইক্লোন সেল্টার ১০ তলা ফাউন্ডেশনের। এসব আশ্রয় কেন্দ্র পরবর্তীতে আরো সম্প্রসারণ করা যাবে। দুর্যোগকালীন সময়ে প্রতিটি কেন্দ্রে ২ তলায় গবাদি পশু ও তৃতীয় তলায় মানুষ থাকবে। এছাড়া অন্য সময় বিদ্যালয়ের কার্যক্রম চলবে। একেকটি ভবনে দুর্যোগের সময়ে প্রায় আড়াই হাজার মানুষ আশ্রয় নিতে পারবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফকরুল আলম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, এলজিইডি উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম রাকিব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, ইউপি চেয়ারম্যাম শহিদুল্লাহ কিরণ প্রমূখ।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com