শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আজ র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শেখ রাসেল নির্মলতার প্রতীক,দুরন্ত প্রাণবন্ত নির্ভীক এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ৮ টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, তথ্য অধিদপ্তরের কর্মকর্তা শিমুল ভৌমিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মিজানুর রহমান প্রমূখ।
আলোচনা সভার আগে শহরের হ্যাপিড় মোড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয় এবং শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আজ বিকেলে কাপ্তাই হ্রদে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে জেলার ১০টি উপজেলাসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com