জেলায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেেেলর ৫৯ তম জন্মদিন উদযাপিত হয়েছে।
সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন চত্ত্বরের বটতলায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করা হয়।
এর পরে জেলা পরিষদ মিলনায়তনে বেলা ১১ টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ আলী বেগের সভাপতিত্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউল হক। সভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উজ্জল কুমার ঘোষ, এডিএম সালাহ উদ্দিন প্রমুখ।
পরে শিশু রাসেলের উপর রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিকাল ৩ টায় জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com