সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষ্যে গাইবান্ধা জেলা প্রশাসন আয়োজনে” শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” এ প্রতিপাদ্য কে সামনে রেখে প্রজম্মের ও শিশু কিশোরদেরকে উন্নত বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এবং শেখ রাসেলের দিপ্ত প্রত্যয়কে বর্তমান প্রজন্মের মাঝে ম্লান করে রাখার লক্ষ্যে গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচির মধ্যে ছিল পৌর পার্কে শেখ রাসেল প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, বর্ণাঢ্য র্যালী, কেক কাটা, আলোচনা সভা, শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, ব্যাডমিন্টন, টেনিস টুর্নামেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচীর শুরুতে পৌর পার্কে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা প্রশাসক মো.অলিউর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম,জেলা আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সরোয়ার কবির, পৌর মেয়র মতলুবর রহমান, জেলা যুবলীগের সভাপতি সাহিদ হাসান লোটন ও সাধারন সম্পাদক শাহ আহসান হাবীব রাজীব সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক, সামাজিক সংগঠন সহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ।
এ দিবস পালনে জেলার সকল উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ শেখ রাসেল এর জন্মবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচী পালিত হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com