আইসিটি ডিভিশনের সহায়তায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘উইমেন ই-কমার্স ইন্টারপেনারশিপ সামিট ২০২২’-এ বেস্ট ইন গভ. অ্যাডমিনেস্ট্রেশন’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত হন নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
গত শনিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি এই পদক ও সার্টিফিকেট তুলে দেন।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের পক্ষে এই পদক গ্রহণ করেন তার স্বামী আবুল কাশেম মুহাম্মদ জহুরুল হক।
জেলা প্রশাসকের এই অর্জনে আনন্দিত নেত্রকোনার বিভিন্ন পর্যায়ের মানুষ। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোণা জেলা শাখার সদস্যবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com