জেলায় শুরু হয়েছে দুইদিনের ডিাজিটাল উদ্ভাবনী মেলা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকের জেলা প্রশাসনের আয়োজনে ভার্চ্যুয়ালি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত মেলা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে সভায় বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মীর্জা মুরাদ হাসান বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।
জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন জানান, প্রযুক্তি-বান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরো সহজ, সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তুলতে এবং সারাদেশের উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে এ মেলার আয়োজন। ৪০টি স্টলে ডিজিটাল সেবা প্রদানকারী বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এছাড়া চারটি প্যাভিলিয়নে উদ্ভাবনী উদ্যোগ এবং স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করানো হচ্ছে। আগামীকাল বুধবার সন্ধ্যায় সমাপ্ত হবে মেলাটি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com