জেলার টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের নতুন কমিটির নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সভাপতি শামীম হকের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। পরে জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শণ বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ।
এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, কোষাধ্যক্ষ ও এফবিসিসিআই এর পরিচালক যশোদা জীবন দেবনাথ-সহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এবং শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে, টুঙ্গিপাড়ায় নতুন কমিটির আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com