ঢাকারবিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

পঞ্চগড়ের সুপার সিরাজুল হুদা পিপিএম পদকে ভূষিত

পঞ্চগড় প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় জেলার পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম (সেবা) পাওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসছেন।

গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ,দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তিনি এ পদকে ভূষিত হন।

পঞ্চগড় জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস, এম, সিরাজুল হুদা পিপিএম মহোদয় পুলিশ সপ্তাহ-২০২৪ এ আবারও রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম (সেবা) পাওয়ায় জেলা পুলিশ পঞ্চগড় সহ বিভিন্ন শ্রেনীর মানুষ পুলিশ সুপার কে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম ( রাসেল) এর পিতা বীর মুক্তিযোদ্ধা নূরুল হুদা। তিনি সদরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার হিসেবে কাজ করছিলেন।

এস এম সিরাজুল হুদা পিপিএম ২৭ তম বিসিএস এর মাধ্যমে ২০০৮ সালে সহকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
২০১৬ সালে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি লাভ করেন এবং ২০২২ সালে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি লাভ করেন।
ইতোপূর্বে তিনি হবিগঞ্জ, মৌলভীবাজার জেলায় এএসপি (সার্কেল) হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস হিসেবে দীর্ঘ সময় কর্মরত ছিলেন।
পুলিশ সুপার হিসেবে পদোন্নতির পর ২০২২ সালের ২৭ আগস্ট পঞ্চগড় জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
কর্মজীবনে তিনি ২০১৫ সালে পিপিএম (সাহসিকতা) পদক লাভ করেন। এছাড়া ২০১৮,২০২০ এবং ২০২৩ সালে আইজিপিস ব্যাজ অর্জন করেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com