
ময়মনসিংহে নেত্রকোনা সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ময়মনসিংহ শহরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্থরের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের নেত্রকোনার এসএসসি, এইচএসসি, দাখিল, পরীক্ষার ফলাফল জিপিই(A+) সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শনিবার সকাল ১০ টায় ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ-নেত্রকোনা সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ জেলা দায়রা জজ মোঃ হেলাল উদ্দিনসহ অন্যান্য বিশেষ অতিথি বৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা সমিতির সভাপতি দেওয়ান তৈমুর ইয়ার চৌধুরী।এসময় সাধারণ সম্পাদক হাবিবুরজ্জামান খুররম,নাসিমা আক্তার, মাঈনুল ইসলাম সেলিম, সৈয়দ রায়হান, কাজী মুখলেস, আমিনুল ইসলাম মন্টু, খোরশেদ আলম, তোফায়েল আহমেদ, ডাঃ আনোয়ারজ্জামান রুমেল, প্রচার সম্পাদক ওয়াহিদুজ্জামান আরও অনেকে উপস্থিত ছিলেন। সবার উপস্থিতির মাঝে সুন্দর ভাবে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়।
বক্তব্যে নেত্রকোনা সমিতি নব-নির্বাচিত কমিটির সদস্যবৃন্দরা নেত্রকোনার উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এরপর প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান জানান, ওনি ওনার সাধ্যমত চেষ্টা করবেন এবং নেত্রকোনার উন্নয়নে যতটুকু সম্ভব তিনি তাদের দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
