দীর্ঘ ১৭ বছর পর কিশোরগঞ্জের নিকলী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী নিকলী হাইস্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।বিকালে সম্মেলনের কাউন্সিল অধিবেশনে কারার সাইফুল ইসলাম সভাপতি ও এডভোকেট আসাদুল হক লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম পেয়েছেন ২০৬ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হোসেন পেয়েছেন ৭১ ভোট।
এছাড়া সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. আসাদুল হক লিটন পেয়েছেন ১৪৬ ভোট। তার দুই প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ভূঁইয়া ৯৯ ভোট এবং উপজেলা পরিষদের বর্তমান ভাইসচেয়ারম্যান মো. রিয়াজুল হক আয়াজ ৩২ ভোট পেয়েছেন।
কাউন্সিল অধিবেশন শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজল আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে মঙ্গলবার সকালে নিকলী হাইস্কুল মাঠে এ সম্মেলন শুরু হয়।সম্মেলন উদ্বোধন করেন জেলা আ.লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড.কামরুল আহসান শাহজাহান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।সম্মেলনের প্রধান বক্তা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এড.এম এ আফজল।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আ.লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, কার্যনির্বাহী সদস্য রিয়াজুল কবীর কাউসার,কিশোরগঞ্জ-৪ আসনের এমপি প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক,কিশোরগঞ্জ -৫ আসনের এমপি আফজাল হোসেন,কিশোরগঞ্জ-২ আসনের এমপি নূর মোহাম্মদ,কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি,জেলা আ.লীগের সহ-সভাপতি জিল্লুর রহমান,জেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু সাইদ ইমাম,শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক এড.সাইফুল হক খান সাজন,বাংলাদেশ যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাবু সুব্রত পাল,ঢাকা মহানগর উত্তর আ.লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা প্রমুখ।
সম্মেলনে প্রতিটি ইউনিয়ন /ওয়ার্ড কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com