কিশোরগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেছেন,মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন গ্রাম হবে শহর।গ্রাম এখন শহরে পরিণত হয়েছে।সারাবাংলাদেশ শতভাগ বিদ্যুতায়িত হয়েছে।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন বাংলাদেশ শতভাগ বিদ্যুয়ায়িত দেশ।
এমপি তৌফিক আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন সেটা তিনি করেন।
নিশ্চয় আগামীর বাংলাদেশ আরো সমৃদ্ধশালী হবে।বিশ্বে মাথা উচু করে দাঁড়াবে।
কিশোরগঞ্জে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।বুধবার বিকালে কিশোরগঞ্জ পুরানতন স্টেডিয়ামে ৭ দিন ব্যাপী অনুষ্ঠানমালার সমাপনীতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মাদ শামীম আলম।
বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড.কামরুল আহসান শাহজাহান,জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এড.এম এ আফজল,পিপি শাহ আজিজুল হক,পৌর মেয়র পারভেজ মিয়া।
জেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ৭ দিন ব্যাপি মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় ১১৮ টি স্টল ছিল।সেরা স্টল নির্বাচিত হয়েছে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com