
ময়মনসিংহ ঠিকাদার সমন্বয় পরিষদের উদ্যোগে বর্তমানে অস্বাভাবিকভাবে ঠিকাদারী উন্নয়নমূলক কাজের নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ২৯ মার্চ মঙ্গলবার বেলা সাড়ে দশটায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মোঃ সাইফুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আমিন, মোঃ খোরশেদ আলম, মোঃ আসাদুজ্জামান, মোঃ বাবুল,মোঃ নাছের আহম্মেদ আরিফ, মোঃ মনজুরুল রহমান, আবুল কাশেম, মোঃ মতিউর রহমান, আমিনুল ইসলাম, মাসুদুর রহমান জুয়েল, আলী আকবর, সাখাওয়াত হোসেন, ফরিদ উদ্দিন,মোঃ আয়ুব আলী সহ প্রমুখ। ঠিকাদার তাদের বক্তব্যে জানান, সরকার এর উন্নয়ন কাজের সম্পূর্ণ কাজই ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পাদিত হয়। যার জন্য সরকারের নীতিমালা অনুযায়ী আমরা লাইঃপ্রাপ্ত ঠিকাদার। সরকার কর্তৃক নির্ধারিত রেইট কোট মোতাবেক কাজ সম্পাদন করি। কিন্তু ইদানিং রড, সিমেন্ট, বালু ইত্যাদি সকল মালের দাম অস্বাভিক ভাবে বাড়ছে যার জন্য আমাদের কাজ করা অসম্ভব হয়ে যাচ্ছে। এজন্য মানববন্ধনে উন্নয়ন কাজের নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি প্রতিকার,চলমান কাজের বিলের সঙ্গে বাজার দর মিল রেখে বিল প্রদান, মাসিক ভ্যাট রির্টান নিয়ম বাতিল, কাজের ভ্যাট ও আয়কর বৃদ্ধি বন্ধ, রেইট সিডিউলে ঠিকাদার লভ্যাংশ বৃদ্ধি এই ৫ দফা দাবী উপস্থাপন করেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
