পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রেলপথমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চগড় জেলা শাখার সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোঃ নুরুল ইসলাম সুজন এমপি প্রধান অতিথি হিসেবে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ জহূরুল ইসলামের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে জেলা ও দায়রা জজ মোঃ শরীফ হোসেন হায়দার, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ,কেন্দ্রীয় কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি ও পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থল বন্দর আমদানি রফতানি গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন, মন্ত্রী মহোদয়ের সহধর্মিনী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শাম্মী আক্তার মনি, বিচারক, চিকিৎসক, অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, পাঁচ উপজেলা পরিষদ চেয়ারম্যান, পাঁচ উপজেলা নির্বাহী অফিসার, তিন পৌরসভার মেয়র, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, আইনজীবী, মন্ত্রী মহোদয়ের এপিএস রাশেদ প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com