নানা আয়োজনে ফরিদপুরের শ্রী অঙ্গনে আট সাধু হত্যা দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই আট সাধুর স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন সাধু সমাজ, শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটি, বাংলাদেশ জাসদ, ফরিদপুর জেলা শাখা, বিপ্লবী কর্ণেল তাহের মঞ্চ, ফরিদপুরসহ বিভিন্ন সংগঠন। অত:পর ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের স্মরণ ও আত্মার শান্তি কামনা করা হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় সেদিনের কাহিনী সকলের সামনে তুলে ধরেন মুক্তিযোদ্ধা ও প্রত্যক্ষদর্শীরা।
বাংলাদেশ জাসদ, ফরিদপুর জেলা শাথার ভারপ্রাপ্ত সভাপতি শেখ আশরাফ উদ্দিন তারার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি ও সাব-সেক্টর কমান্ডার নুর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুল। এসময় উপস্থিত শ্রীঅঙ্গণ প্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনারা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ২১ এপ্রিল প্রথম পাক বাহিনী বহর নিয়ে প্রবেশ করে ফরিদপুরে। ফরিদপুর শহরে প্রবেশ মুখে শ্রী অঙ্গনে প্রথমে প্রবেশ করে সেখানে আট সাধুকে কীর্তণরত দেখতে পায়। এসময় তাদের থামতে বললেও সাধুরা হরিনাম কীর্তন বন্ধ না করায় গুলি করে হত্যা করা হয়। নিহত এই আট সাধু হলেন নিদেনবন্ধু, ক্ষিতিবন্ধু ব²চারী, গৌরবন্ধু ব²চারী, চিরব²চারী এবং রবিবন্ধু ব²চারী।