আসন্ন ঈদ উপলক্ষে ঝালকাঠি পৌর এলাকার সাড়ে চার হাজার অসহায়কে বাসিন্দাদের দেয়া হলো খাদ্য সহায়তা।
শনিবার (২৩ এপ্রিল) দুপুর ১টায় পৌরসভা চত্বরে তালিকাভুক্ত অসহায় পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে খাদ্যশস্য তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মূখপাত্র, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহআলম ও সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির। এছাড়া সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর প্যানেল মেয়র তরুণ কর্মকার, বণিক সমিতির সভাপতি মনিরুল ইসলাম তালুকদার, পৌর কাউন্সিলরবৃন্দসহ দলীয় নেতাকর্মী ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
পৌর কতৃপক্ষ জানিয়েছেন, নয়টি ওয়ার্ড থেকে বাছাই করে চার হাজার ৬শত অসহায় দরিদ্র পরিবারকে পৌরসভার মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার ৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com