পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মূখপাত্র, বাংলাদেশ আওয়ামীলীগের বর্ষীয়ান নেতা সাবেক মন্ত্রী আমির হোসেন আমু। ইফতার ও দোয়া অনুষ্ঠানে সন্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ আমিন উল আহসান।
ঝালকাঠি জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী’র সভাপতিত্বে সার্কিট হাউস প্রাঙ্গনে ইফতার মাহফিলে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহআলম ও সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি সদর, রাজাপুর, নলছিটি ও কাঠালিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তাগন, উপজেলা চেয়ারম্যানগন জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সুধীজন ও আমন্ত্রীত অতিথিরা উপস্থিত ছিলেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com