“মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ঘোষিত এই প্রতিশ্রুতিকে বাস্তবায়নের লক্ষে ময়মনসিংহ সদরে ৩য় পর্যায়ের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬শে এপ্রিল) সকাল ১১.০০ টায় মাননীয় প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের উপকারভোগী পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করেন। সেই ধারাবাহিকতায় ময়মনসিংহ সদর উপজেলায় ৬৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এই গৃহের দলিল প্রদান করা হয়েছে।
ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ হতে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান (পিপিএম,সেবা),উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও মহানগর শাখার সভাপতি জাহাঙ্গীর আহমেদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ, উপকারভোগীবৃন্দ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা। ঈদের আগে স্বপ্নের ঠিকানার সেমি পাকা ঘর পেয়ে খুশীতে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ময়মনসিংহ সদর উপজেলার ঘর প্রাপ্ত ৬৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com