তিন পার্বত্য জেলায় নারী শিশু নির্যাতন কারীদের আইনের আওতায় আনার দাবী জানিয়ে মানববন্ধন ও বিক্ষোব করেছে ওইমেন একটিভ ফোরাম ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম।
আজ ১৮ মে সকাল ১০টায় খাগড়াছড়ি জেলা প্রেসক্লাব সামনে ও কোট বিল্ডং এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে এই মানববন্ধন ও বিক্ষোভ করেন। মানববন্ধন ও বিক্ষোভ শেষ পথ সভা করেন।
পথ সভায় পরিচালনা করেন, খলেন জ্যোতি ত্রিপুরা, সভাপতি ত্রপুরা স্টুডেন্ট ফোরাম, বক্তব্য রাখেন পিংকি বড়ুয়া,সীমা মারমা,গীতিকা চাকমা, স্বপ্না মারমা,শেফালী ত্রিপুরা, আঞ্জুমান আক্তার, বক্তরা বলেন খাগড়াছড়ি,রাঙ্গামাটি, বানন্দরবান,সহ দেশে নারী শিশু, ধর্ষন, ধর্ষনের চেষ্টা, জোরপুর্বক ধর্ষনসহ নির্যাতনের মাত্র বেড়ে চলেছে। আর ধুশিরা দেদারছে বুক পুলিয়ে গুরে বেড়াচ্ছে। তাই সকল নারী শিশু নির্যাতন কারীদের দ্রত আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com