
জেলায় আজ ‘বুদ্ধিদ্বীপ্ত থাকতে চাই, আয়োডিনযুক্ত লবণ খাই’ শীর্ষক শ্লোগানে ‘আয়োডিনযুক্ত লবন আইন ২০২১’- এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভা ইউনিসেফ বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজন করে নীলফামারী জেলা প্রশাসন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী, নীলফামারী বিসিক-এর উপ-ব্যবস্থাপক হোসনে আরা খাতুন, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী প্রমুখ।
‘আয়োডিনযুক্ত লবণ আইন ২০২১’-এর বিভিন্ন দিক তুলে ধরেন ইউনিসেফের পুষ্টি কর্মকর্তা আইরিন আক্তার চৌধুরী।
সভায় বক্তারা লবণে যথাযথ আয়োডিন নিশ্চিত করার লক্ষ্যে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল করার পাশাপাশি আইন বাস্তবায়নের ওপর তাগিদ দেন।
সভায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষকসহ ৪০ জন অংশগ্রহন করেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
