
নগরীর ও আদর্শ সদর উপজেলার ৩৮টি প্রতিষ্ঠানকে টিআর এবং কাবিখা চেক বিতরণ করা হয়।
আজ বেলা ১১টায় নগরীর রামঘাটস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে মসজিদ ও মাদ্রাসাসহ ৩৮টি বিভিন্ন সমাজ সেবা প্রতিষ্ঠানকে টিআর এবং কাবিখার প্রায় ৪৩ লাখ টাকার চেক প্রদান করেন সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
এ সময় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, সাংঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন ভৌমিক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, জাগ্রত মানবিকতা সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার তাহসিন বাহার সুচনা প্রমুখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
