খাগড়াছড়ি জেলা বিএনপির সাবেক এমপি ও সভাপতি ওয়াদুদ ভূইয়াকে হত্যার উদ্দেশ্যে হামলা, বাড়ি ও গাড়ি ভাংচুর, নেতাকর্মীদের মোটরসাইকেল ভাংচুর-অগ্নিসংযোগ, নেতাকর্মীদের উপর হামলা, শহরের নিরীহ ব্যবসায়ীদের দোকানে হামলা ও লুটপাটের নেক্কারজনক ঘটনায় মামলা গ্রহণ না করে উল্টো আওয়ামী লীগের মিথ্যা মামলা গ্রহণ করা সোমবারের বিএনপির ডাকা প্রতিবাদ সমাবেশ পন্ড করার লক্ষ্যে আওয়ামী লীগের বাধা ও পুলিশী হয়রানীর প্রতিবাদে আজ ( ৭ জুন ) মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টা খাগড়াছড়ি বিএনপির ডাকে খাগড়াছড়ি জেলাতে সড়ক অবরোধ চলছে। চট্টগ্রামের সাথে যোগাযোগ সড়কে গাছকেটে, ট্রায়ার জ্বালিয়ে, অবরোধ পালন করছেন বিএনপির অংঘ সংগঠন। জেলার সাথে সকল যোগাযোগ বন্ধ রয়েছে।
জেলা বিএনপির সাধারন সম্পাদক জানান, আমাদের মামলা গ্রহণ না করলে এবং হামলা-মামলা অরাজকতা বন্ধ করা না হলে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে খাগড়াছড়ি জেলা বিএনপি।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বলেন, মামলা গ্রহণ করে নাই। উল্টা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। তার প্রতিবাদে আমরা অবরোধ দিয়েছে। আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টা অবরোধ চলবে।
এম এন আফছার বলেন, ওনার (ওয়াদুদ ভূইয়া) বাড়ি, গাড়ি ভাংচুর করে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত। আমাদের ত্রিশ জন নেতা-কর্মী আহত হয়েছে। প্রতিটা উপজেলা ও ইউনিয়নে তাঁরা তান্ডপ চালাচ্ছে। মানিকছড়ি উপজেলাতে ছয় জনকে চুরি দিয়ে রক্তাক্ত করেছে। দীঘিনালায় উপজেলায় ঘরে ঘরে গিয়ে হামলা করছে হুমকি দিচ্ছে। পানছড়িতে একই অবস্থা।
এ সময় এই সড়ক অবরোধ চলাকালে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে জরুরী সেবা নিয়জিত ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্স ও সংবাদ পত্রের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানান।
খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ ঢাকা মেইলকে বলেন, রাজনৈতিক পক্ষ বিপক্ষ থাকবেই। তাঁদের যে বিষয়গুলো তাঁরা ওইভাবে করেন আমার কোন বক্তব্য নেই।
খাগড়াছড়ি পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলাবাহিনী দেখবে যেন অনাকাংক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় এবং পারস্পরিক মুখমুখি সংর্ঘষ এই বিষয়গুলো যাহাতে না হয় আইনশৃঙ্খলাবাহিনী নজরদারীতে রাখবে।
প্রসঙ্গ, গত শনিবার সকাল ১১টায় শহরের কলাবাগান এলাকায় ওয়াদুদ ভূইয়ার বাসভবনে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এসময় বাসভবনের বাহিরে থাকা দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার ভাঙচুর এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে হামলাকারীরা। এছাড়া ভাংচুর ব্যবসা প্রতিষ্ঠান।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com