ঢাকাবুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

নাটোরে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে কর্মশালা

জাগো বুলেটিন
জুন ৯, ২০২২ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল নয়টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন- রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাদিম সারওয়ার কর্মশালায় সভাপতিত্ব করেন।
জেলা প্রশাসক বলেন, এমডিজি অর্জন, সূবর্ণজয়ন্তীর পথ পরিক্রমা পেরিয়ে আমরা এখন সমৃদ্ধির পথে দ্রুত ধাবমান। ২০৩০ সালে এসডিজি বাস্তবায়ন করে ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করছে। কাঙ্খিত অগ্রযাত্রায় ১০টি উদ্যোগের চ্যালেঞ্জ মোকাবেলায় এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কর্মশালায় সরকারি ও বেসরকারি দপ্তরের নির্বাহী, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতা, রোভার স্কাউটসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালার দ্বিতীয় অধিবেশনে দলগত কার্যক্রম শেষে সুপারিশমালা উপস্থাপন করা হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com