
যেহেতু লেখালেখি করি তাই ভ্রমণ করতে হয়। মানুষের জীবন জীবিকা কাছ থেকে দেখার চেষ্টা করি। আর যেহেতু পাশাপাশি ব্লগ করি, ফিচার লিখি। তাই ব্লগ ও ফিচার লেখার জন্য নানাবিধ জায়গায় প্রায়শই যেতে হয়। ব্লগ নিয়ে অনেক তিক্ত অভিজ্ঞতা রয়েছে।
আমাদের দেশে অনিন্দ্য সুন্দর কিছু বোটানিক্যাল গার্ডেন রয়েছে। অসাধারণ দুর্লভ কিছু বৃক্ষ ব্লগ ও ফিচারে তুলে ধরার চেষ্টা করি। কিন্তু এতেও বিরাট সমস্যায় পড়তে হয়। বিভিন্ন উদ্যানে ঘুরে আমি খুব কম জায়গাই পেয়েছি, যেখানে জুটিবদ্ধ হয়ে কেউ বসে নেই। গাছের চিপায় চাপায় এমনভাবে আছে যা লিখতেও খারাপ লাগছে।
কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় সতর্ক করে সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন। কিন্তু কে শুনে কার কথা!
শুধু সাইনবোর্ড নয়। উদ্যানে নজরদারী আরও বাড়ানো প্রয়োজন। পরিবার-পরিজন নিয়ে ঘুরতে গেলে অনেক সময় লজ্জায় পড়তে হয়। তাই দ্রুত এর অবসান চাই। আপনারা প্রেম করুন। এটি আপনার ব্যক্তিগত ব্যাপার। দয়া করে আমাদের জাতীয় উদ্যানের সৌন্দর্য নষ্ট করবেন না।
– কবি ও কথাসাহিত্যিক
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
