১৩জুন সোমবার সকালে বিভাগীয় কর্মসূচির অংশ হিসাবে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট লিংকেজ বৃদ্ধি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ।
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে সকাল ৯টায় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে থেকে একটি র্যালী বের হয় ।
র্যালীটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস।
র্যালী শেষে ‘একটাই লক্ষ্য – হতে হবে দক্ষ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আনোয়ার হোসেন ।
এছাড়াও বিশেষ অতিথি ১০০ টি এস সি স্থাপন প্রকল্প এর কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. সিরাজুল ইসলাম, ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ এনামুল হক, কারিগরি শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের পরিচালক( উপ সচিব ) ড. উম্মে আফসারী জহুরা, রিসোর্স পার্সন স্কিল এন্ড গণসাহায্য সংস্থা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম কোর্ডিনেটর মো. হাসান ইমাম খান প্রমুখ । অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ শওকত হোসেন
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com