
শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতি (বিটিএ) এর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়।গতকাল শনিবার ২রা জুলাই (২০২২) সকাল সাড়ে ১১ টায় নগরীর গাঙ্গিনার পাড়স্থ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ মিছিল কর্মসূচিতে ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতি (বিটিএ) এর সভাপতি ও প্রিমিয়ার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ চান মিঞা’র সভাপতিত্বে এবং বিটিএ ময়মনসিংহ জেলার সাঃ সম্পাদক ও নাসিরাবাদ কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিটিএ ময়মনসিংহ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি আনোয়ার কবির, বিটিএ সদর উপজেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য জাফর আহমেদ, সাবেক সহ-সভাপতি মোতাহার হোসেন, বিটিএ গৌরীপুর উপজেলার সাঃ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আব্দুল আজিজ। বিটিএ ত্রিশাল উপজেলার সাঃ সম্পাদক মোঃ হারুন অর রশীদ এবং নগরীর পাঠগুদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, এডহক কমিটির সাবেক সদস্য মোহাম্মদ আলী ভুট্টো প্রমূখ। বক্তাগণ শিক্ষক নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি আইনের কঠোরতম প্রয়োগের দাবি রেখে বক্তব্য উপস্থাপন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা এডহক কমিটির সাবেক সদস্য ও প্রবাহ বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক মোঃ নাজমুল আহসানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষকগন প্রমূখ।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
