স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করেছে ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (মহিলা)। এ উপলক্ষে সোমবার সকালে কলেজের হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মোঃ রেজাউল হক, শিক্ষক পরিষদের সম্পাদক আশীষ চন্দ্র মিত্র, সহকারি অধ্যাপক হাসিনা মমতাজ প্রমুখ। এছাড়াও ১৫ আগস্ট উপলক্ষে রচনা, কবিতা ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে নয়জন বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
এর আগে সকালে নগরীর সার্কিট হাউজে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কলেজের অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা। আলোচনা ও পুরস্পকার বিতরণ পূর্বে বঙ্গবন্ধুর সর্ব কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের স্মরণে ” শেখ রাসেল দেয়ালিকা”র উন্মোচন করা হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com