৪০ তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে শিক্ষা ক্যাডার উদ্ভিদবিজ্ঞানে প্রথম স্থান অর্জন করেছেন ইমদাদুল হক রকি। তিনি প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞান বিভাগ হতে কৃতিত্বের সাথে প্রথম শ্রেণীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন। ইমদাদুল হক রকি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের কড়–য়াপাড়া গ্রামের আজিম উদ্দিন ও পান্না আক্তারের সন্তান। তার পিতা পেশায় কৃষক ও মাতা গৃহিণী। তিনি নিকলী জারইতলা উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে এসএসসি ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ফাইভ পেয়ে এইচএসসি পাস করেন। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার বড় তিনি। বর্তমানে পড়াশুনা শেষ করে তিনি সোনালী ব্যাংক লিমিটেড মুন্সিগঞ্জ (টঙ্গীবাড়ী শাখায়) অফিসার পদে কর্মরত আছেন।
ইমদাদুল হক রকি জানান, আমার সাফল্যের পিছনে যারা আছেন তারা হচ্ছেন আমার বাবা-মা। যাদের অক্লান্ত পরিশ্রম ও দোয়ার বদৌলতে আমি প্রথম বিসিএস পরীক্ষায় সারা বাংলাদেশে শিক্ষা ক্যাডারে প্রথম হয়েছি। আমার সুখের জন্যে বাবা-মা সারাটা জীবন কষ্ট করে গেছেন। বাবা-মায়ের পর আমার জীবনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক মোঃ মিল্টন স্যার। তিনিই আমার সকল প্রেরণার উৎস। আমি শিক্ষকতা পেশার মহান ব্রত নিয়ে দেশ ও জাতির সেবায় আজীবন কাজ করে যেতে চাই।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com