ঢাকাবুধবার , ১৯ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ফরিদপুরে স্কুল ছুটি দিয়ে শ্রেনী কক্ষেই রমরমা কোচিং বানিজ্য

ফরিদপুর প্রতিনিধি
মে ১৯, ২০২২ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের নগরকান্দায় বিদ্যালয় চলাকালীন সময়ে স্কুল ছুটি দিয়ে শ্রেনী কক্ষেই রমরমা কোচিং বানিজ্য চালিয়ে যাচ্ছে শিক্ষকেরা।

তথ্য ও অনুসন্ধানে এমন চিত্র দেখা গেছে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের ১৯ নং শাকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।এমনকি নিদিষ্ট সময় বিকাল ৪ টার পূর্বেই বিদ্যালয় ছুটি দিয়ে দেয় বিদ্যালয়ের শিক্ষক কাজী মাহবুবুর রহমান।

সরেজমিনে (১৮ মে) বুধবার বিকাল ৩.১৩ মিনিটে বিদ্যালয়ে প্রবেশ করে দেখা যায় নিদিষ্ট সময়ের পূর্বেই বিদ্যালয় ছুটি দিয়ে মাত্র ২ জন শিক্ষক বাদে সবাই চলে গেছে।এসময় শ্রেণী কক্ষেই রমরমা কোচিং চালিয়ে যাচ্ছেন ঐ বিদ্যালয়ের এক শিক্ষক। ঐ শিক্ষকের নাম সুজন কুমার রাহা।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক জানান, শিক্ষকদের কাছে আমরা একধরনের জিম্মি হয়ে পড়েছি। পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য বাধ্য হয়েই আলাদা প্রাইভেট দিতে হচ্ছে।

ছুটি পেয়ে বাড়ি ফিরে যাওয়া শিক্ষার্থীরা জানান, কোচিংয়ের শিক্ষার্থীদের রেখে মাহবুব স্যার আমাদের বাড়ি চলে যেতে বলেছে।

এ ব্যাপারে শিক্ষক কাজী মাহবুবুর রহমান বলেন, আবহাওয়া প্রচন্ড গরম তাই বাচ্চারা যার যার মতন চলে গেছে।

শ্রেণী কক্ষে কোচিং চালানো শিক্ষক সুজন কুমার রাহা জানান, আমার ভুল হয়ে গেছে,  এরপর থেকে আর শ্রেণী কক্ষে প্রাইভেট পড়াবো না।

এসময় প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে তার কোনো বক্তব্য জানা যায়নি।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার আইরিন খানম জানান, নির্দিষ্ট সময়ের পূর্বে বিদ্যালয় ছুটি দেওয়া অন্যায়। আর শ্রেণী কক্ষে কোনোভাবেই কোচিং করানো যাবে না। আমি এ ব্যাপারে খোজ নিয়ে দেখছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী রাশেদ মামুন জানান, শ্রেনী কক্ষে কোচিং নিষিদ্ধ, আমি অভিযুক্তদের ব্যাপারে ব্যবস্থা গ্রহন করবো।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com