জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনির্মিত বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলে ছাত্রীদের রান্নার সুবিধায় গ্যাস সংযোগ দিয়েছে কর্তৃপক্ষ।
আজ সোমবার বিকেলে একমাত্র ছাত্রী হলে বাড়তি সুবিধার কথা বিবেচনা করে এই সংযোগ দেওয়া হয়।
হল সূত্রে জানা যায়, বিকেলে হলের ১২ তলা থেকে ১৬ তলা পর্যন্ত রান্নাঘরে গ্যাসের লাইন চালু করে। ছাত্রীদের জন্য প্রতি ফ্লোরে দুটো চুলা (চারটি বার্নার) আছে।
গ্যাস সংযোগ উদ্বোধন শেষে হলের প্রভোস্ট অধ্যাপক শামীমা বেগম বলেন, ছাত্রীদের মিলে মিশে নিয়ম মেনে সাবধানতার সাথে চুলা ব্যবহার করার নির্দেশ দেন।
উল্লেখ্য, সম্প্রতি একাধিক একাধিক গণমাধ্যমে বিষয়টি উঠে এলে প্রশাসন এই ব্যবস্থা নেয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com