আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এর আইএসসি ব্লাড ডোনার্স কমিউনিটি কর্তৃক ৪৫ জন ৫ বারের বেশি রক্তদাতাদের সংবর্ধনা দিলো আইএইচসি ব্লাড ডোনার্স কমিউনিটি।
সংগঠনটি ২৩ জুন, ২০১৯ সালে কিছু উদ্যমী রক্তযোদ্ধাদের নিয়ে প্রতিষ্ঠিত হয় “আইএইচসি ব্লাড ডোনার্স কমিউনিটি”।
আজ তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়। এই উপলক্ষে আলোচনা সভা ও ডোনার সংবর্ধনা দেওয়া হয়। এসময় ৪৫ জন ৫ বারের বেশি রক্তদাতাদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান ড. আতিয়ার রহমান। অন্যান্য শিক্ষকদের মধ্যে ছিলেন, ড. জাহাঙ্গীর হোসাইন, মোঃ কামাল হোসেন ও ড. মিন্টু আলী বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন লাইক ফ্যাশন লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মামুন ভূঁইয়া সাবেক শিক্ষার্থী, ৫ম ব্যাচ। ৯ম ব্যাচের ৪০তম বিসিএস (শিক্ষা ক্যাডার) সুপারিশপ্রাপ্ত মোঃ মাকসুদ আলী এবং প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মাহফুজুল হক।
গত তিন বছরে ৭৫০ ব্যাগ ব্লাড মেনেজ করে দেয় সংগঠনটি। এর মধ্যে ৭০ জন নতুন রক্তদাতা তৈরি হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com