
ঈদুল আজহা উপলক্ষে আগামী মঙ্গলবার (৬ জুলাই) থেকে ১৪ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে যাতায়াতকারী বাস বন্ধ থাকবে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ জুলাই থেকে ১৪ জুলাই ক্লাস ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। এমতাবস্থায় সম্মানিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতে ব্যবহৃত সকল যানবাহন বন্ধ থাকবে।
উল্লেখ্য, ১৫ ও ১৬ জুলাই শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় মোট ১১ দিন বাস চলাচল বন্ধ থাকবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
