ইসলামি বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ অন্তভূক্ত বাণিজ্য বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (২০ আগষ্ট) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ২টি ভবনে ১৪০৪জন শিক্ষার্থীর অংশগ্রহণে এক ঘন্টার এই ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়ে বেলা ১ টায় শেষ হয়।
এরআগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মাধ্যমে ভর্তি পরিক্ষার্থীদেরকে ক্যাম্পাস প্রাঙ্গনে প্রবেশ করানো হয়।
এদিকে, ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে সুপেয় পানি, জয় বাংলা বাইক সার্ভিস’সহ সার্বিক বিষয়ে সহযোগিতা করেছে নবগঠিত শাখা ছাত্রলীগ কমিটির নেতৃবৃন্দরা।
ইবি কেন্দ্রে ‘সি’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘আজকের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো রকম অপ্রীতিকর কিছু ঘটার অভিযোগ পাওয়া যায়নি।’
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com