
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)’র অধ্যাপক ড. হীরা সোবাহান’র নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড ২০২২ লাভ করেছেন।
গত ২৯ সেপ্টেম্বর ২০২২ নেপালের কাঠ মুণ্ডুর থামেলে অবস্থিত হোটেল মারশাংদী অডিটোরিয়ামে বিকাল ৪টায় “নেপাল -বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি” ও “সাউথ এশিয়া বিজনেস পার্টনার” আয়োজনে “নেপাল- বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড ২০২২ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে নেপাল ও বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশের শিক্ষা বিস্তার ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ময়মনসিংহ তথা মুক্তাগাছার কৃতিসন্তান, বিশিষ্ট প্রিন্টমেকার, চিত্রকর, গবেষক, লেখক, কবি, সংগঠক ও সম্পাদক রাবির চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. হীরা সোবাহানকে এ পুরস্কারে ভূষিত করা হয়। এ সম্পর্কে তিনি বলেন, “পুরস্কার পাওয়াই বড়ো বিষয় নয়, কৃতকর্মের জন্য পুরস্কারের জন্য মনোনীত হওয়াই বড়ো ব্যাপার। আমি মনে করি শিক্ষার জ্ঞানের আলো পরিবারের প্রত্যেক সদস্যদের মাঝে ছড়িয়ে দিতে পারলে এবং সমাজের উন্নয়নমূলক
কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করার মধ্যেই মুখ্য পুরস্কার লাভ করা সম্ভব। “
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
