বিশ্বের সবচেয়ে বড় হ্যাকাথন “নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২২” – এ রংপুর বিভাগের হয়ে চ্যাম্পিয়ন হয়েছে নিটারের টিম (FLY HIGH) ফ্লাই হাই।
গত ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) ঢাকাতে টানা অষ্টমবারের মতো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস-বেসিস, বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২২ এর আয়োজন করা হয়। শুক্রবার থেকে শুরু হওয়া এই হ্যাকাথন একটানা ৩৬ ঘন্টা চলে। শনিবার অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্র্রেশন-নাসা আন্তর্জাতিকভাবে বিশ্বের ৩১৩টি শহরে এ প্রকল্প বাস্তবায়ন করছে, যেখানে বেসিস বাংলাদেশের ৯টি শহরে (ঢাকা, চট্রগ্রাম সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং কুমিল্লা) এ আয়োজন করেছে। নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে এবার ১ কোটি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত করার পাশাপাশি ২ লাখ শিক্ষার্থীদের সরাসরি ও প্রতিযোগিতায় যুক্ত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়।
এবার দেশের ৯টি শহর থেকে ২ হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নেয়। সেখান থেকে শীর্ষ ১১০টি প্রকল্পের মধ্যে হাইব্রিড মডেলে শীর্ষ ৫০টি প্রকল্প নিয়ে ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-তে এবং বাকি ৬০টি প্রকল্প নিয়ে অনলাইনে অনুষ্ঠিত হয়েছে ৩০সেপ্টেম্বর -১ অক্টোবর টানা দুইদিনব্যাপী হ্যাকথন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ, সহ-সভাপতি (প্রশাসন) আবু দাউদ খান, পরিচালক একেএম আহমেদুল ইসলাম বাবু এবং নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২২ এর আহ্বায়ক ও বেসিস পরিচালক তানভীর হোসেন খান। এছাড়াও উপস্থিত ছিলেন নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের উপদেষ্টা মোহাম্মদ মাহদী-উজ-জামান এবং আরিফুল হাসান অপু।
৩৬ ঘন্টার টানা হ্যাকথন আয়োজনের পর ১ অক্টোবর ২০২২ তারিখে সন্ধ্যা সাতটায় ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
৩৬ ঘন্টার হ্যাকাথন রাউন্ড শেষে রংপুর বিভাগের হয়ে সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর টিম ফ্লাই হাই (FLY-HIGH) চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের সদস্য রা হলেন– মো. সালাউদ্দিন, মোবাশ্বারা ফারদিন, এইচ এম ইরতেজা সাবির, এহসানুল ইসলাম হাসান, অপরাজিতা ইসলাম প্রার্থনা।
চ্যাম্পিয়ন টিমের সদস্য অপরাজিতা ইসলাম প্রার্থনা বলেন, নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জে হ্যাকাথন রুমে প্রবেশ করে মনে হচ্ছিলো এ যেনো এক অন্য গ্রহে প্রবেশ করেছি। যেখানে সবাই নতুন কিছু উদ্ভাবন অথবা উদ্ভাবিত বস্তুকে উন্নত করতে ব্যস্ত। সময়ের সাথে পৃথিবী যে এগিয়ে যাচ্ছে তা এই হ্যাকাথনে না আসলে বাইরে থেকে বুঝা মুশকিল। আর সেই পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে নিজের দক্ষতা বাড়ানোর কোন বিকল্প নেই। প্রথম বার অংশগ্রহন এবং একটানা ৩৬ ঘন্টা হ্যাকাথন আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিলো। কিন্তু সকল টিমমেটদের অক্লান্ত পরিশ্রম, সর্বোপরি আমাদের মেন্টর এবং ভলেন্টিয়ারদের সহযোগিতায় তা পার করে এসেছি। সবার শেষে একটি শব্দ “চ্যাম্পিয়ন” সকল ক্লান্তি, কষ্টকে আনন্দে রুপান্তরিত করে দিয়েছে।
এ বিষয়ে নিটারের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর প্রধান সহযোগী অধ্যাপক, মো. মাহাবুব হাসান বলেন– আমি ২০১৮ সাল থেকে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ এর সাথে জড়িত, আমাদের নিটারের ছেলে-মেয়েরা খুবই ভালো করতেছে এবং তারা খুবই ট্যালেন্ট! আমাদের স্টুডেন্টরা যদি সুযোগ পায় তাহলে শুধু দেশে নয় দেশের বাইরেও সাফল্য বয়ে আনবে। সেক্ষেত্রে আমাদের দাতা সংস্থাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িতে দিতে হবে। আমি চাই আমাদের ছেলে-মেয়েরা এ-ই ধারা বজায় রেখে নিটারের নাম আরো উজ্জ্বল করুক।
উল্লেখ্য, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ–এ টানা পঞ্চম বারের মতো বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করলো নিটার।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com