চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২৫ বছর পূর্তি রজত জয়ন্তী স্মারক ‘অম্লান’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। ৬ অক্টোবর ২০২২ বেলা ১১:৩০ টায় চবি উপাচার্য দপ্তরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার রজত জয়ন্তী স্মারক ‘অম্লান’ এর মোড়ক উন্মোচন করেন। এ সময় চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, চবি ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম ও সহকারী প্রক্টর জনাব অরূপ বড়ুয়া এবং চবি সাংবাদিক সমিতির সভাপতি জনাব মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জনাব রায়হান উদ্দিন, দপ্তর প্রকাশনা ও প্রচার সম্পাদক জনাব ইমাম ইমু সহ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় মাননীয় উপাচার্য চবি সাংবাদিক সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্দ সহ সকল সদস্যকে শুভেচ্ছা জানান। একইসাথে সাংবাদিক সমিতির রজত জয়ন্তী উপলক্ষে একটি সুন্দর প্রকাশনা ‘অম্লান’ প্রকাশ করায় তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। মাননীয় উপাচার্য সাংবাদিক সমিতির সদস্যদেরকে একাডেমিক শিক্ষার পাশাপাশি সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত হয়ে নিজেদের জ্ঞান ভান্ডারকে অধিকতর সমৃদ্ধ করার আহবান জানান। তিনি সাংবাদিক সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে মাননীয় উপাচার্য সাংবাদিক সমিতি কর্তৃক প্রকাশিত ২০২২-২০২৩ অর্থবছরের ক্যালেন্ডার এর উদ্বোধন করেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com