‘সবার জন্য মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং ভালো থাকাই হোক বৈশ্বিক অগ্রাধিকার’ এ প্রতিপাদ্যকে ধারণ করে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২২’ উপলক্ষে চবি মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে ১০ অক্টোবর ২০২২ দু’দিন (১০-১১ অক্টোবর) ব্যাপি বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১০ অক্টোবর ২০২২ সকাল ১০:০০ টায় চবি বঙ্গবন্ধু চত্বরের সামনে সংক্ষিপ্ত আলোচনাত্তর এক বর্ণাঢ্য র্যালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ও চবি জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ তৌহিদ হোসেন। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি মনোবিজ্ঞান বিভাগের সভাপতি ড. রুমানা আক্তার এবং সঞ্চালনা করেন মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব লাইলুন নাহার। উদ্বোধনী অনুষ্ঠানে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, চবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর আবদুল হক ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষ, ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম ও সহকারী প্রক্টরবৃন্দ, মনোবিজ্ঞান বিভাগসহ অন্যান্য বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, দেহ-মনের সম্পর্ক অত্যন্ত নিবিড়। শুধু শরীর ভালো থাকলে হবে না; সুস্থ জীবন-যাপনের ক্ষেত্রে মানসিক প্রশান্তি অত্যন্ত জরুরী। প্রসঙ্গক্রমে মাননীয় উপাচার্য বলেন, বৈশ্বিক মহামারী করোনা পরবর্তী সময়ে বিশ্বব্যাপি জনগণের মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়েছে। এ থেকে পরিত্রাণ পেতে হলে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমে অধিকতর সম্পৃক্ত থাকার পরামর্শ দেন। মাননীয় উপাচার্য বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে চবি মনোবিজ্ঞান বিভাগ আয়োজিত দু’দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচির সাফল্য কামনা করেন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে লাইফ কোচ বাংলাদেশ এর পক্ষ থেকে চবি মাননীয় উপাচার্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে চবি কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে ১০ অক্টোবর বেলা ১১:০০ টা থেকে মানসিক স্বাস্থ্য বিষয়ক ‘Enhance Your Psychological Well-Being’, ‘Laughter Therapy for All : Ensuring Psychological Well-Being’ Ges ‘Student Life Crisis and Management’ শীর্ষক ৩টি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, কর্মসূচির অংশ হিসেবে ১১ অক্টোবর ২০২২ ‘Career-Vision-Mission Statement’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com