ঢাকাশুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

জাপানের সাকুরা এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণকারী চবির ১০ জন শিক্ষার্থীর সংবর্ধনা

জাগো বুলেটিন
অক্টোবর ১৭, ২০২২ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

জাপানের সায়েন্স এন্ড টেকনোলজি মন্ত্রণালয়ের আমন্ত্রণে সাকুরা এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট, সমাজতত্ত্ব ও পালি বিভাগের মোট ১০ জন শিক্ষার্থী সফলভাবে উক্ত প্রোগ্রাম শেষ করে গত ১ অক্টোবর ২০২২ তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রত্যাবর্তন করেন। ১৭ অক্টোবর ২০২২ বেলা ১১:০০ টায় চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে উক্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। সংবর্ধনা অনুষ্ঠানে চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক, চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মোঃ হেলাল উদ্দিন নিজামী, আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মোঃ আকতার হোসেন ও উক্ত ইনস্টিটিউটের প্রফেসর ড. মোহাম্মদ আল আমীন, ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম ও ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনার পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন উপস্থিত ছিলেন।

মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে সাকুরা এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন জানান। তিনি বলেন, জ্ঞান অর্জনের কোনো সীমারেখা নেই। আধুনিক বিশ্বের নব নব চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের সক্ষম করে গড়ে তুলতে হলে একাডেমিক শিক্ষার পাশাপাশি বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সংযোগ স্থাপন খুবই গুরুত্বপূর্ণ। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের মেধা-মনন শাণিত হয়, অন্যদিকে প্রতিষ্ঠানের সুনামও বৃদ্ধি পায়। মাননীয় উপাচার্য সাকুরা এক্সচেঞ্জ প্রোগ্রাম হতে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের সমৃদ্ধ ও দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখার আহবান জানান।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com