ঢাকাশুক্রবার , ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

চবিতে শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন উদযাপন

জাগো বুলেটিন
অক্টোবর ১৮, ২০২২ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

তির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ১৮ অক্টোবর ২০২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে সকাল ১০:৩০ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান। সভায় চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব শামসাদ বেগম চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ গোলাম মোস্তফা সরকার, সহকারী প্রক্টর জনাব হাসান মুহাম্মদ রোমান, চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ আবু জাফর।

দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সূচিত হয়। মাননীয় উপাচার্য স্কুলের শিক্ষার্থী ও অতিথিবৃন্দকে সাথে নিয়ে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। অতঃপর মাননীয় উপাচার্য উপস্থিত সকলকে সাথে নিয়ে শেখ রাসেল এর জন্মদিনের কেক কাটেন।

মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে শেখ রাসেল এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট বিশ্ব ইতিহাসের এক কলংকজনক দিন। এ দিন হায়েনার দল জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে বিশ্ব ইতিহাসে চরম বর্বরতার পরিচয় দিয়েছে। হায়েনাদের নৃশংসতার হাত থেকে রেহাই পায়নি ছোট্ট শিশু শেখ রাসেলও। এ সকল ঘৃণ্য নরপিশাচদের ধিক্কার জানিয়ে মাননীয় উপাচার্য বলেন, তারা আজ ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। এ নিস্পাপ শিশু রাসেল আজ বেঁচে থাকলে বাংলাদেশ জাতির পিতার আদর্শের একজন নেতা পেত। প্রসঙ্গক্রমে মাননীয় উপাচার্য আরও বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ প্রয়োজন। তাই মাননীয় উপাচার্য আমাদের শিশুদের লেখাপড়ায় অধিকতর মনোযোগী হয়ে সোনার মানুষ হিসেবে গড়ে ওঠার আহবান জানান।
পরে মাননীয় উপাচার্য শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সকলকে সাথে নিয়ে চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে একটি গাছের চারা রোপন করেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com