চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১০ দিন ব্যাপি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ১৮ অক্টোবর ২০২২ দুপুর ১:৩০ টায় চবি আইসিটি সেলের ভার্চুয়্যাল ক্লাশ রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান। চবি আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম এর সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়রিং বিভাগের সভাপতি প্রফেসর মোহাম্মদ আনোয়ারুল আজিম, আইসিটি সেলের সহকারী পরিচালক ড. কাজী তানভীর আহাম্মদ রনি এবং ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইসিটি সেলের সিনিয়র ইনস্ট্রাক্টর জনাব মোহাম্মদ ফোরকান।
মাননীয় উপাচার্য কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধিতে কম্পিউটারে দক্ষতা অর্জন অতীব জরুরী। এতে একদিকে যেমন অফিসের কার্যক্রম দ্রুত সম্পন্ন হয়, অন্যদিকে সেবা প্রার্থীদের যথাসময়ে সেবা প্রাপ্তিও নিশ্চিত হয়। মাননীয় উপাচার্য প্রশিক্ষণে অংশগ্রহণকারীদেরকে অর্জিত জ্ঞান স্ব স্ব কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে অফিসের কার্যক্রম অধিকতর গতিশীল করার আহবান জানান।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com