
৫০ পেরিয়ে বাংলাদেশ, ২৫ এ বাঁধন। ২৭ শে অক্টোবর বিকাল ৪ টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) বাঁধনের সকল সদস্যের উপস্থিতিতে রজতজয়ন্তী উপলক্ষে র্যালি, আলোচনা সভা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. সন্তোষ কুমার বসু।
আলোচনা সভা শেষে প্রধান অতিথিকে সাথে নিয়ে কেক কেটে ২৫ বছর উদযাপন করে বাঁধনের সদস্যরা ।
পরবর্তীতেএক র্যালি বের করে আয়োজনের সমাপ্তি ঘটে। র্যালির মূল স্লোগান ছিলো, “একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন।”
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
