ঢাকার সাভারে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিচার্স (নিটার) ক্যাম্পাস মাদক মুক্ত করার লক্ষ্যে শিক্ষার্থীদের হুশিয়ার করেছেন নিটার প্রশাসন।
রবিবার (৪ ডিসেম্বর) নিটারের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জুনাইবুর রশীদ সাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ হুশিয়ারি দেয় নিটার প্রশাসন। যেখানে নিটার ক্যাম্পাসে মাদকের ব্যাবহার আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে বলে আশঙ্কা করা হয়। তাই উক্ত অফিস আদেশের মাধ্যমে নিটারের সকল শিক্ষার্থীদের মাদকের ব্যাবহার রোধ করার জন্য হুশিয়ার করা হয়।
এই অফিস আদেশের মাধ্যমে বলা হয় কাওকে মাদক সহ হাতে-নাতে কিংবা সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কারো বিরুদ্ধে মাদক সেবন কিংবা বাহনের প্রমান পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে। এবং তাকে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপার্দ করা হবে বলে হুশিয়ার করা হয়। সাথে এটাও জানানো হয় নিটার প্রক্টরিয়াল টিম এ বিষয়ে নিয়মিত নজরদারি করছেন। পরিশেষে নিটার ক্যাম্পাসে মাদক মুক্ত নির্মল পরিবেশ তৈরীর লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করা হয়।
এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে চাইলে তারা গৃহিত পদক্ষেপের প্রশংসা করেন এবং মাদকের বিপক্ষে এই পদক্ষেপ যেন শুধু কাগজে কলমে না থেকে দৃষ্টান্তমূলক ভাবে দৃশ্যমান হয় তার দাবি জানান। সাথে তাদের অনেকে এটাও নিশ্চিত করেন মাদকমুক্ত ক্যাম্পাস করতে তারা নিটারের প্রক্টরিয়াল কমিটিকে যথাপযুক্ত সাহায্য করবেন। এবং সারাদেশের মাঝে মাদকমুক্ত ক্যাম্পাস হিসেবে নিটারকে দেখতে চান বলে আশা ব্যাক্ত করেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com