ঢাকাসোমবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

চবি লোকপ্রশাসন বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

জাগো বুলেটিন
ডিসেম্বর ৮, ২০২২ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের ২০২১—২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ৭ ডিসেম্বর ২০২২ বেলা ১১:৩০ টায় উক্ত বিভাগের ক্লাসরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে এবং চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ। চবি লোকপ্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর ড. ফারজানা নাসরিন এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উক্ত বিভাগের প্রফেসর ড. আফরোজা বেগম, প্রফেসর ড. সোনিয়া হক, প্রফেসর ড. আমীর মুহাম্মদ নসরুল্লাহ, সহযোগী অধ্যাপক জনাব মমতাজ উদ্দিন আহমদ, জনাব মোরশেদুল হক ও জনাব মোহাম্মদ রেজাউল করিম এবং সহকারী অধ্যাপক জনাব মুহাম্মদ ইয়াকুব ও জনাব আমিনা সাবরিন।

মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের চবি ক্যাম্পাসে স্বাগত জানান এবং একটি তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চবির লোক প্রশাসন বিভাগে ভর্তির সুযোগ লাভ করায় তাদের অভিনন্দন জানান। তিনি নবীন শিক্ষার্থীদের বিভাগের গুণী শিক্ষকদের সান্নিধ্যে থেকে তাঁদের আদেশ-উপদেশ মেনে পড়ালেখায় অধিকতর মনযোগী হয়ে নিজেদের দক্ষ নাগরিক হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।

বিভাগের শিক্ষার্থী জনাব মসিউর রহমান নাঈম এর সঞ্চালনায় নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাজিদা ইসফাত রহমান ও হাবিব পাটওয়ারী।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com