যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর ২০২২ মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচিতে থাকছে ১৪ ডিসেম্বর ২০২২ সকালে বিশ্ববিদ্যালয়ের ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ, ফজরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের সকল মসজিদে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় মুনাজাত এবং অন্যান্য ধর্মাবলম্বীদের স্ব স্ব উপাসনালয়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার সদগতি কামনা করে প্রার্থনা। সকাল ১০:০০ টায় চবি মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে সাথে নিয়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। পুস্পস্তবক অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধ চত্বর থেকে শোক র্যালি শুরু হয়ে চবি বঙ্গবন্ধু চত্বরে শেষ হবে। অতঃপর চবি মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। অতঃপর চবি উপাচার্য দপ্তরের সভাকক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্যের উপর চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় মূল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচিতে থাকছে ১৫ ডিসেম্বর দিবাগত রাত ১২:০১ মিনিটে মহান বিজয় দিবসের সূচনালগ্নে বিউগল ও ট্রাম্পেট বাজিয়ে মহান বিজয় দিবসকে স্বাগত জানানো, ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদসমূহে বিশেষ মুনাজাত এবং মন্দির, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। সকাল ১০:০০ টায় চবি মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্য চবি স্বাধীনতা স্মারক ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্ষদ পর্যায়ক্রমে স্বাধীনতা স্মারক ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পুস্পস্তবক অর্পণ শেষে চবি স্বাধীনতা স্মারক ভাস্কর্য চত্বর থেকে বিজয় র্যালি শুরু হয়ে চবি বঙ্গবন্ধু চত্বরে শেষ হবে। অতঃপর চবি মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। অতঃপর চবি জারুল তলায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এ ছাড়াও ১৫ ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন এবং হলসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হবে। বিশ্ববিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানমালায় বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।