মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ডিবেটিং সোসাইটির আয়োজনে আন্তঃব্লক বিতর্ক প্রতিযোগিতা- ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকাল ৫টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের টিভি রুমে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ডিবেটিং সোসাইটি সভাপতি মাসুম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারিক সাইমুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন হল ডিবেটিং সোসাইটি মডারেটর ও আবাসিক শিক্ষক অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল ও একই বিভাগের প্রভাষক নাসির মিয়া।
‘প্রকৃত মুক্তিযোদ্ধারা যথাযথ ভাবে মূল্যয়িত হচ্ছে’ বিষয়ক আন্তঃব্লক বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশগ্রহণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১ম ব্লকের বিতার্কিক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, ছায়া মন্ত্রী মোঃ খাইরুল ইসলাম, সংসদ সদস্য সোলাইমান তালুকদার। অন্যদিকে বিরোধী দল হিসেবে যুক্তি উপস্থাপন করে ৪র্থ ব্লকের বিতার্কিক বিরোধী দলীয় নেতা ইব্রাহিম খলিল, বিরোধী দলীয় উপনেতা হাসান তারেক, সংসদ সদস্য নুর আলম। পাল্টাপাল্টি যুক্তি উপস্থাপন শেষে বিচারকদের রায়ে বিজয়ী হয় বিরোধী দল ৪র্থ ব্লকের বিতর্কিকরা এবং সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে বিরোধী দলীয় উপনেতা হাসান তারেক। বিতর্কে স্পীকার মোঃ শাহজাহান আলী এবং সময় নিয়ন্ত্রক হিসেবে আহসান উল্লাহ চৌধুরী দায়িত্ব পালন করেন।
পরে অনুষ্ঠানে পুরস্কার বিতরণীয় পর্বে অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়৷ বিতর্কিকদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সহ-সভাপতি বনি আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদার, ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আহ্বায়ক নোমান ইবনে বাশার, ইবি প্রেস ক্লাবের সভাপতি আবু হুরাইরা, সাংবাদিক সমিতির সভাপতি শাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী সদস্য খলিলুর রহমান জীমসহ হলে বিতর্কিক ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিন বলেন, বিতর্কের মাধ্যমে আমাদের মধ্যে যুক্তি প্রদানের ক্ষমতা জন্ম নেয়। এর আগেও বঙ্গবন্ধু হলের বিতার্কিকরা তাদের গৌরবের স্বাক্ষর রেখেছে। আশা করি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com