আগামীকাল রবিবার ও পরশু সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর গণমাধ্যমকে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে সার্বিক দিক বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আগামীকাল রবিবার ও পরশু সোমবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে শনিবার (১১ মার্চ) বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন বিনোদপুর বাজার ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় রায়হান ইসলাম ও জাবের আহমেদ নামে দুই জন সংবাদমাধ্যম কর্মী সহ প্রায় অর্ধাশতাধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত এগারোটা) পুলিশের চেষ্টা অব্যাহত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com