ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী এক বছরের জন্য 'নওগাঁ জেলা ছাত্র কল্যাণ সমিতি' ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে ১৮-১৯ শিক্ষাবর্ষের ডেভেলভমেন্ট স্টাডিজ বিভাগের বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে ১৮-১৯ শিক্ষাবর্ষের ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের রাফসান মনোনীত হয়েছেন।
রবিবার ( ১৭ সেপ্টেম্বর) সংগঠনটির উপদেষ্টা মাল্টিমিডিয়া এন্ড জার্নালিজম বিভাগের লেকচারার তন্ময় শাহা জয়, বিদায়ী সভাপতি সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক মো: ফাইসাল হোসেন ও কমিউনিকেশন, স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে সহ-সভাপতি হিসেবে পলাশ, রাবেয়া বসরী ও নিশানুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে হাবিবুল্লাহ, রবিউল ইসলাম ও হাসিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক হিসেবে আরিফ, আবু হানিফ, সোনিয়া, হাম্মদুল বারী ও আজম খান, অর্থ সম্পাদক হিসেবে মুজাহিদ, প্রচার সম্পাদক মারুফ আহমেদ মনোনীত হয়েছেন।
নব মনোনীত সভাপতি বোরহান উদ্দিন বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় হলো এমন একটি জায়গা যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা পরিবার ছেড়ে এখানে আসেন। আমার কাছে মনে হয়, জেলা কল্যাণ মূলত একটা ছোট্ট পারিবারিক বন্ধনের জায়গা,যেই বন্ধন আগে থেকেই চালু রয়েছে আমাদের জেলকল্যানে,আমি ও সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো। আমার উপর অর্পিত এই দ্বায়িত্ব সঠিকভাবে পালন করার।