তানভীর আনজুম, জবি প্রতিনিধি: রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী প্রাচীনতম বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে এ কমিটি ঘোষণা করেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো. জহির উদ্দিন খসরু ও সদস্য সচিব মো. ওলিদ হোসেন।
ঘোষিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের সহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মঞ্জু। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
তিনি বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহ সভাপতি ছিলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য। মাগুরা জেলা ছাত্রকল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর উপদেষ্টা।
এছারাও তিনি ঢাকাস্থ শ্রীপুর উপজেলা সমিতি, মাগুরা এর উপ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।